তৃতীয়
অধ্যায়
জ্ঞানমূলক প্রশ্নসমূহ:
১) দশমিক
পদ্ধতি কী?
২) ASCII কী?
৩) সর্বজনীন/টহরাবৎংধষ গেইট কয়টি?
৪) রেজিস্টার
কী?
৫) ডিজিটাল
ডিভাইস কী?
৬) BCD কী?
৭) সংখ্যা
পদ্ধতি কী?
৮) বিট
কী?
৯) কোড
কী?
১০) সংখ্যা
পদ্ধতির বেস বা ভীত
কী?
১১) ইউনিকোড
কী?
১২) মৌলিক
গেইট কী?
১৩) এনকোডার
কী?
১৪) বুলিয়ান
অ্যালজেবরা কী?
১৫) ডিকোডার
কী?
১৬) অ্যাডার
কি?
১৭) নর
গেইটের বৈশিষ্ট্য কী?
১৮) ন্যান্ড
গেইটের বৈশিষ্ট্য কী?
১৯) কাউন্টার
কী?
অনুধাবনমূলক প্রশ্নসমূহ:
১) ফ্লিপ-ফ্লপ কী কাজে
ব্যবহৃত হয়?
২) বাইনারি
পদ্ধতিতে চিহ্ন বোঝানোর জন্য
কী ব্যবহার করা হয়? ব্যাখ্যা
কর।
৩) BCD কোড পদ্ধতির
মূল ব্যবহার লেখ।
৪) বিট
ও বাইটের মধ্যে দুটি
পার্থক্য লিখ।
৫) কোন
গেইটে কেবলমাত্র দুইটি সুইচ অন
করলে বাতি জ্বলে? ব্যাখ্যা
কর।
৬) একটি
কাউন্টারের মোড নম্বর ২হ
বলতে কী বোঝ?
৭) বুলিয়ান
চলক বলতে কী বুঝ?
৮) XOR গেই কেন ব্যবহার
করা হয়?
৯) কম্পিউটারের
ক্ষেত্রে ডিজিটাল সিগন্যাল উপযোগী কেন? ব্যাখ্যা
কর।
১০) (১১১১০১১.১১১১০১১)২ কে দশমিক, অক্টাল
ও হেক্সাডেসিমেলে প্রকাশ কর।
১১) (৫৬.৪৭)৮, (৫৩২.৭৫)৮,
(৬F.৩C)১৬, (ABCD.EF)১৬ (২ BCD.৫৩)১৬ কে বাইনারি ও
দশমিক সংখ্যায় রূপান্তর কর।
১২) বিভিন্ন
সংখ্যা পদ্ধতিগুলোর বেজ বা ভিত
লিখ।
১৩) ১
থেকে ১৬ পর্যন্ত দশমিক
সংখ্যাগুলোর সমকক্ষ বাইনারি, অক্ট্যাল
ও হেক্সাডেসিমেল সংখ্যা লিখ।
১৪) বিভিন্ন
প্রকার সংখ্যা পদ্ধতি বর্ণনা
কর।
১৫) ২
এর পরিপূরক পদ্ধতিতে ব্যবহার করে বাইনারি যোগ
ও বিয়োগ কর:
২০৩
থেকে ১৮০, -১৯০ থেকে
১৮০, (১১১)১০ হতে (১০১)২,
(১০১১০১)২ থেকে (১১১১১০১)২
থেকে (১০০১১০)২, (১০১১০১০)২ থেকে (১১১০১১০)২,
(১১১১০১০)২ থেকে (১০০০১১০)২
১৬) পজিশনাল
সংখ্যা পদ্ধতিতে কোন একটি সংখ্যার
মান বের করার জন্য
কী প্রয়োজন হয়?
১৭) বুলিয়ান
স্বতঃসিদ্ধসমূহ লিখ।
১৮) একটি
অক্ট্যাল হতে বাইনারি চিত্রসহ
বর্ণনা কর।
১৯) 3 to 8 লাইন ডিকোডার চিত্রসহ
বর্ণনা কর।
২০) n সংখ্যক বুলিয়ান
চলকের জন্য ডি-মরগ্যানের
সূত্রদ্বয় লিখ।
২১) ডি-মরগ্যানের উপপাদ্য দুটি লিখ।
২২) হাফ
ও ফুল এড্যার কী?
বুঝিয়ে লিখ।